Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হা‌সিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২২ ১৭:২১

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে বর্তমান সরকা‌রের আম‌লে দেশ এগিয়ে গেছে। বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি।’

বৃহস্প‌তিবার (২১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ে ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ব‌লেন, ‘পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় উপহার, শ্রেষ্ঠ উপহার। অনেক কষ্টের বিনিময়ে পদ্মা সেতু পেয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উপহার দিলেন পদ্মা সেতু। এটি বাঙালি জাতিকে তার দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার।’

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশের সকল উন্নয়ন ধ্বংস করে দেবে এবং খুন, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গীবাদের মাধ্যমে দেশকে আবারও অন্ধকারে নিমজ্জিত করবে উল্লেখ ক‌রে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লেন, ‘দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে, নৌকায় ভোট দেওয়ায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলেই দেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। দেশবাসীকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে দেশ উন্নয়নের পথে যাবে নাকি আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, আবারও জঙ্গিবাদ আর বাংলা ভাইয়ের জন্ম হবে।’

তারাবো পৌরসভা উন্নয়‌নের রোল ম‌ডে‌লে প‌রিনত হ‌তে যা‌চ্ছে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও বলেন, মশক নিধন, প‌রিস্কার প‌রিছন্নতা, কো‌ভিড নিয়ন্ত্রণ, ত্রাণ বিতরণ, মাস্ক, হ্যান্ড স্যা‌নিটাইজার ও সাবান বিতরণসহ জনগণকে ব্যাপক সেবা দিয়ে পৌর মেয়র পৌরবাসী‌কে স্বাস্থ্য স‌চেতন ক‌রে তু‌লে‌ছেন। একজন সফল নারী মেয়র দিনরাত অক্লান্ত প‌রিশ্রম ক‌রে তারা‌বো পৌরসভার ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন ক‌রে‌ছেন এবং কাঙ্ক্ষিত রাজস্ব আদায় কর‌তে সক্ষম হ‌য়ে‌ছেন। ২০২২-২০২৩ অর্থ বছ‌রের জন্য এক‌টি সুন্দর বা‌জেট প্রণয়‌নের জন্য মেয়র, কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সকল‌কে আন্ত‌রিক ধন্যবাদ জানা‌চ্ছি।

অনুষ্ঠা‌নে তারাবো পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ১৪৭ কো‌টি ৪ লাখ ৬৭১ টাকার বা‌জেট ঘোষণা ক‌রেন তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী। এর ম‌ধ্যে রাজ্বস্ব আয় ধরা হ‌য়ে‌ছে ২৭ কো‌টি ২৩ লাখ টাকা, রাজস্ব ব্যয় ধরা হ‌য়ে‌ছে ২০ কো‌টি ৪৯ লাখ ২০ হাজার টাকা, উন্নয়ন আয় ধরা হ‌য়ে‌ছে ১১৮ কো‌টি ২২ লাখ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হ‌য়ে‌ছে ১১৬ কো‌টি ৬৮ লাখ ৫০ হাজার টাকা।

তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী ব‌লেন, এবারের বাজেটে তারাবো পৌরসভার উন্নয়নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ২০২২-২৩ অর্থবছ‌র হ‌বে তারা‌বো পৌরবাসীর ভাগ্য উন্নয়‌নের বছর। ২০২২-২৩ অর্থ বছ‌র হ‌বে উন্নয়‌নের বছর, অপ্রতি‌রোধ্য গ‌তি‌তে উন্নয়‌নের রোল ম‌ডেল হ‌বে তারাবো পৌরসভা।

তিনি বলেন, ‘তারাবো পৌরসভাকে সুন্দরভাবে সাজাতে সকলের সহযোগিতা কামনা করছি। সেইসঙ্গে সবাইকে দেশের কল্যাণে কাজ করা ও ঐক্যবদ্ধ ভা‌বে দেশ‌বি‌রোধী চ‌ক্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।’

হা‌ছিনা গাজী পৌরবাসীর উদ্দেশ্যে ব‌লেন, ‘ইতোম‌ধ্যে তারা‌বো পৌরসভায় অনেক স্বচ্ছতা ও জবাব‌দি‌হিতা নি‌শ্চিত ক‌রে‌ছি। আমি আমার দা‌য়িত্ব অক্ষ‌রে অক্ষ‌রে পালন কর‌তে চেষ্ঠা ক‌রে‌ছি। ২০২২-২৩ অর্থ বছ‌রে তারাবো পৌরসভা এক‌টি দুর্নী‌তিমুক্ত ও ম‌ডেল পৌরসভায় রূপান্তর হ‌বে। আমি বিশ্বাস ক‌রি সততা, আন্ত‌রিকতা ও একাগ্রতা থাক‌লে পৌরবাসীর উন্নয়ন হ‌বেই।’

তারা‌বো পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলা‌মের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, মুড়াপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান তোফায়েল আহ‌মেদ আলমাছ, উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার আমান উল্লাহ, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম, রূপগঞ্জ উপ‌জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মো‌মেন, আওয়ামী লীগ নেতা ‌মোহাম্মদ ফি‌রোজ ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা হা‌বিবুর রহমান হা‌বিব, রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, তারা‌বো পৌরসভার কাউন্সিলর আমির হো‌সেন ভুঁইয়া, আক্তার হো‌সেন মোল্লা, মাহবুবুর রহমান জাকা‌রিয়া, র‌ফিকুল ইসলাম ম‌নির, আনোয়ার হো‌সেন, রা‌সেল সিকদার, জ‌সিম উদ্দিন, মোহাম্মদ হা‌মিদুল্লাহ, মাহফুজা‌ আক্তার, লায়লা পারভীন ও জোসনা বেগমসহ অনেকে।

সারাবাংলা/একেএম

গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর