কর্নেল তাহেরের ফাঁসি দিবস পালন
২১ জুলাই ২০২২ ১৯:২২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের বীর উত্তমের ফাঁসি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রাম নামে একটি সংগঠন নগরীতে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
সভায় সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বলেন, ‘জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার নীলনকশা অনুযায়ী সামরিক আদালতে প্রহসনের বিচারের মাধ্যমে কর্নেল আবু তাহেরকে ফাঁসির নামে হত্যা করে। জিয়া নিজে মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন। এরপরও ক্ষমতা দখল করে শত শত বীর মুক্তিযোদ্ধা সেনা অফিসার ও সৈনিককে তিনি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন। কর্নেল আবু তাহেরসহ বীর মুক্তিযোদ্ধাদের খুনের রহস্য উন্মোচন এখন সময়ের দাবি।’
সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- আবদুল মালেক খান, পলাশ বড়ুয়া, মোহাম্মদ কামাল উদ্দিন, ফজলুল হক সিদ্দিকী, রাজীব চন্দ, নবী হোসেন সালাউদ্দিন, মোস্তাফিজ বিপ্লব, সোহেল ইকবাল, দীপন দাশ, ইয়াকুব মুন্না, ইমরান হোসেন, এম এ খালেক, আশরাফুল ইসলাম খান, এস এম রাফি, প্রদীপ দাশ, জিয়াউদ্দিন প্রমুখ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর নানা পটপরিক্রমায় রাষ্ট্রক্ষমতায় আসীন হয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১৯৭৫ সালের ২৩ নভেম্বর কর্নেল তাহেরকে গ্রেফতার করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক অবস্থায় কারাগারের অভ্যন্তরে তাহেরসহ ৩৪ জনের বিরুদ্ধে সামরিক ট্রাইব্যুনালে বিচার হয়। বিচারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৯৭৬ সালের ২১ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ৭ নভেম্বরের ‘সিপাহী-জনতার অভ্যুত্থানের’ এই নায়ককে।
সারাবাংলা/আরডি/পিটিএম