Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটিশ আমল ও বর্তমানের সব নদীর তালিকা করার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২২ ২০:৩৯

ঢাকা: বাংলাদেশে ব্রিটিশ আমলে যেসব নদী ছিল এবং বর্তমানে যেসব নদী আছে তার একটি তালিকা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২১ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও এস এম শাহজাদা অংশ নেন।

বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বিক কার্যক্রম এবং বর্তমানে এর সমস্যা ও সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কমিটি প্রাথমিক পর্যায়ে বুড়িগঙ্গা নদীর তলদেশের বর্জ্য অপসারণ এবং যাতে আর বর্জ্য না ফেলা হয় সেলক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

এছাড়া বৈঠকে নদী, খাল-বিল, জলাশয় দূষণরোধে শিক্ষা-কার্যক্রমে জনসচেতনতামূলক প্রবন্ধ সংযুক্তকরণ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পানি দূষণের বিভিন্ন ধরণ সম্পর্কে হাতে-কলমে অবহিতকরণ এবং এসব বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য পরামর্শ দেওয়া হয়।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

নদীর তালিকা সুপারিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর