Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে ইউপি মেম্বারসহ ২ জনকে অপহরণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২২ ২২:৩১ | আপডেট: ২১ জুলাই ২০২২ ২২:৩৯

বান্দরবান: বান্দরবানের রুমার গ‌্যালেঙ্গায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক মেম্বারসহ দুই জনকে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার দু’জন হলেন— ৪ নম্বর গ্যালেঙ্গা ইউপির ৮ নম্বর ওয়ার্ড মেম্বার ও মংপ্রুসাই মার্মার ছেলে মংসাচিং মার্মা (৫০) এবং পানতলা পাড়ার মংসিউ মার্মার ছেলে মওয়াইচিং মার্মা (৩০)।

মংসাচিং মেম্বারের ছেলে থোয়াইহ্লা‌ সিং বলেন, বিকেলে অজ্ঞাত প‌রিচয় এক লোক এসে বা‌ড়ি থেকে মেম্বারসহ দু’জনকে ডেকে নিয়ে যায়। এখ‌ন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাইনি। রুমা থানার পু‌লিশকে জানিয়ে‌ছি।

বান্দরবানের রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, মেম্বারসহ দুই জ‌নকে কে বা কারা ডেকে নিয়ে গেছে। এখন পর্যন্ত তাদের খোঁজ না পাওয়া যায়নি। মংসাচিং মেম্বারের ছেলে থোয়াইহ্লা‌ সিং থানায় এসে আমাদের বিষয়টি জানিয়েছে। আমরা খোঁজ নি‌চ্ছি। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

অপহরণের অভিযোগ ইউপি মেম্বারকে অপহরণ