Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে কয়েকজন গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২২ ২২:১৬ | আপডেট: ২২ জুলাই ২০২২ ০০:২২

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক‍্যাম্পে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হেড মাঝিসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্প ৪-এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন উখিয়া থানার পরিদর্শক (ওসি) শেখ মোহাম্মদ আলী।

ওসি জানান, উখিয়ার ক্যাম্প ৪-এ গোলাগুলির ঘটনায় ৩০ জনের পুলিশের একটি টিম ক্যাম্পে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, মূলত দুই পক্ষের আধিপত্য বিস্তারকে ঘিরেই এই গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় অন্তত তিন জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

সারাবাংলা/টিআর

রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর