Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটনের ক্ষেত্রে দেশের অপার সম্ভাবনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২২ ১৭:২৫

নওগাঁ: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, যথাযথ মান উন্নয়নের মাধ‍্যমে পাহাড়পুরের পর্যটনের গুরুত্ব বাড়িয়ে তোলা হবে। কারণ পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করারও যথেষ্ট সুযোগ রয়েছে।

শুক্রবার (২২ জুলাই) ‘পাহাড়পুর বৌদ্ধ বিহারকে দর্শকবান্ধব করার লক্ষ‍্যে অংশীজনের অংশগ্রহণে আয়োজিত সভা’য় প্রধান অতিথির বক্তব‍্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। দুপুর ১২টায় ঐতিহাসিক পাহাড়পুর যাদুঘর সেমিনার কক্ষে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

প্রত্নতত্ত্ব অধিদফতর রাজশাহী ও রংপুর আঞ্চলিক কার্যালয় বগুড়া এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে যোগাযোগ, আবাসিক ব‍্যাবস্থাসহ আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বঙ্গবন্ধুকন‍্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার পর্যটনখাতকে অধিক গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হলে পর্যটন খাতকে শক্তিশালী করার কোনো বিকল্প নাই।’

সভায় পাহাড়পুর বৌদ্ধ বিহারকে কিভাবে আরও আকর্ষণীয়, আরও দর্শক নন্দিত এবং ভ্রমণপিপাসুদের কাছে আরও গুরুত্ববহ করে তোলা যায় সে ব‍্যাপারে পরামর্শ প্রদানপূর্বক বক্তব‍্য রাখেন নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলা আসনের সংসদ সদস‍্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ মহেদবপুর-বদলগাছি আসনের সংসদ সদস‍্য মো. ছলিম উদ্দিন তরফদার সেলিম, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান মিজানুর রহমান কিশোরসহ অন‍্যরা।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী কে এম খালিদ পরে পাহাড়পুর ঐতিহাসিক নিদর্শনস্থলে ‘দি হেরিটেজ ক‍্যাফে’ নামের একটি হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সারাবাংলা/এমও

অপার সম্ভাবনা পর্যটনের ক্ষেত্র সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর