ভৈরবে ফের মেঘনার ভাঙনে নদীতে বিলীন ২টি চাতাল
২২ জুলাই ২০২২ ১৮:০২
ভৈরব: মেঘনা নদীতে বৃহস্পতিবার মধ্যরাতে আবারও নদীভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙনে দু’টি চাতালমিলের প্রায় দুইশ’ ফুট জায়গা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীসহ চাতাল শ্রমিকদের।
শুক্রবার (২২ জুলাই) কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান জানান, ভাঙন রোধে অচিরেই কার্যকর ব্যাবস্থা নেওয়া হবে।
গত ১৯ জুন মেঘনা তীরবর্তী বাগানবাড়ি এলাকায় নদী ভাঙন শুরু হলে তখন মিলের দুই শ্রমিক নদীতে ডুবে মারা যায়। এ ঘটনার পর মাটি ভর্তি পলি ব্যাগ ফেলে ভাঙন ঠেকাতে চেষ্টা চালায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
গতকাল রাতে মাটি ভর্তি ব্যাগসহ প্রায় দুই শত ফুট জায়গা পানিতে তলিয়ে যায় বলে জানান চাতালের শ্রমিকরা। বর্তমানে চাতাল মিলের কার্যক্রম পুরোপুরি স্থগিত।
এর আগে, গত একমাস আগে একই স্থানে ভাঙনে বেশ কয়েকটি স্থাপনা বিলীনসহ দুই শ্রমিকের মৃত্যু হয়। সেই থেকে মিলের শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েন।
সারাবাংলা/এমও