Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারের আপত্তি খারিজ, রোহিঙ্গা গণহত্যার শুনানি চলবে

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২২ ২১:৩০ | আপডেট: ২৩ জুলাই ২০২২ ০৯:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে মিয়ানমারের সামরিক জান্তার তোলা আপত্তি নাকচ হয়ে যাওয়ায় এ মামলার পূর্ণাঙ্গ শুনানির পথ খুলেছে।

এর আগে, জাতিসংঘের এই সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। তাতে আপত্তি জানিয়ে মিয়ানমার দাবি করছিল, এ মামলা করার এখতিয়ার গাম্বিয়ার নেই।

নেদারল্যান্ডসের হেগে শহরে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি করে। তার ভিত্তিতে শুক্রবার (২২ জুলাই) মিয়ানমারের আপত্তি নাকচ করে ১৩ বিচারকের প্যানেল সিদ্ধান্ত দেয়, ১৯৪৮ সালের আন্তর্জাতিক জেনোসাইড কনভেনশনে সই করা সকল দেশেরই দায়িত্ব গণহত্যা প্রতিরোধে ভূমিকা রাখা। আর সেসব দেশ যখন কোথাও গণহত্যার অভিযোগ করে, তার ওপর শুনানি চলবে। আর জেনোসাইড কনভেনশনে সই করা দেশ হিসেবে এ আদালতে মামলা করার এখতিয়ার গাম্বিয়ার রয়েছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এখন মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার পূর্ণাঙ্গ শুনানির আয়োজন করবে, যা নিষ্পত্তিতে বহু বছর লেগে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের আগে দেশটির গণতন্ত্রপন্থি নেতা অং সান সু চি আন্তর্জাতিক আদালতে হাজির হয়ে রোহিঙ্গা গণহত্যার ব্যাপারে মিয়ানমার রাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছিলেন। পরিবর্তীত পরিস্থিতিতে সেই সু চি এখন যাদের বিরুদ্ধে এই গণহত্যার অভিযোগ সেই সেনাবাহিনীর হাতে এক নির্জন কারাগারে বন্দি রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১১ লাখ মানুষ সীমান্ত সংলগ্ন বাংলাদেশের কক্সবাজার জেলায় পালিয়ে আশ্রয় নেয়। তারপর থেকে কয়েকদফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমারের সদিচ্ছার অভাবে তা আলোর মুখ দেখেনি।

সারাবাংলা/একেএম

টপ নিউজ মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর