Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২২ ২১:৩৫

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৬ কেজি গাঁজা, ১৫৫ গ্রাম হেরোইন ও ১৫ বোতল বিদেশি মদসহ তিনজন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শুক্রবার (২২ জুলাই) বিকেলে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

আটককৃতরা হলেন— মো. আলী হোসেন (৩২), মো. জাহাঙ্গীর আলম (২১) ও মো. বকুল (৩০)। গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে বিভিন্ন সময়ে শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুরহাট এলাকায় ও মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

আটক আলী হোসেন শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের চতুরপর গ্রামের মো. রায়হান আলীর ছেলে, জাহাঙ্গীর আলম উজিরপুর গ্রামের মৃত তফিজুল ইসলামের ছেলে এবং বকুল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মো. মীরচানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুরহাটের জনৈক মৃত আমিনুর খানের পুরাতন ইট ভাটা এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালায়। এ সময় আলী হোসেন ও জাহাঙ্গীরকে ইয়াবা ও গাঁজাসহ আটক করে।

অপরদিকে, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের বকুলের বাড়ির সামনে দিবাগত গভীর রাত ১টার দিকে র‌্যাবের দলটি অভিযান চালিয়ে ১৫৫ গ্রাম হেরোইন ও ১৫ বোতল বিদেশি মদসহ বকুলকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫

বিজ্ঞাপন

বরবাদের আইটেম গানে নুসরাত
২৪ নভেম্বর ২০২৪ ১৯:২৬

কলকাতায় অভিষেক হচ্ছে অপূর্ব’র
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২৮

আরো

সম্পর্কিত খবর