Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১ কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২২ ১২:৫২ | আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৫:১৮

ঢাকা: জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ৩১ জন কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ প্রদান করা হয়েছে। জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে শনিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়া।

প্রধানমন্ত্রীর পক্ষে এবারের মনোনীতদের হাতে পদক তুলে দেন মন্ত্রিসভার সিনিয়র সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। পদক প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন জনপ্রশাসন সচিব কে এম আলী আজম।

বিজ্ঞাপন

পদকপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ (বর্তমানে নারায়ণগঞ্জের ডিসি)। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) এ এইচ এম আবদুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারিতে জনগণের পাশে থেকে রাতদিন সেবা দিয়েছিলেন। এ কাজের স্বীকৃতি হিসেবে এবারের ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ এর ‘দুর্যোগ ও সামাজিক সংকট মোকাবিলা’ ক্যাটাগরিতে এবার বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পান এই চার কর্মকর্তা।

গবেষণা ক্যাটাগরিতে দলগতভাবে পদক পেয়েছেন জন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবু হেনা মোরশেদ জামান। ‘সংস্কার’ ক্যাটাগরিতে ‘প্রতিষ্ঠান’ পর্যায়ে ‘ভূমি তথ্য ব্যাংক’ প্রতিষ্ঠার স্বীকৃতি হিসেবে ভূমি মন্ত্রণালয়কে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ প্রদান করা হয়।

জনসেবা উদ্ভাবন ক্যাটাগরিতে দলগতভাবে পদক লাভ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ঢাকার ডিসি শহীদুল ইসলাম এবং সুরক্ষা ডেভেলপার ইউনিট। মানব উন্নয়ন ক্যাটাগরিতে পদক পান বাগেরহাটের ডিসি মোহাম্মদ আজিজুর রহমান, মোল্লাহাটের ইউএনও ওয়াহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল এবং উপজেলা শিক্ষা অফিসার কামাল হোসেন।

অর্থনৈতিক উন্নয়ন ক্যাটাগরিতে দলগতভাবে পদক প্রাপ্ত হন নেত্রকোনায় সাবেক ডিসি ও মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব কাজি মো. আবদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক উপ-পরিচালক হাবিবুর রহমান, খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম, খালিয়াজুরীর সাবেক সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান এবং নেত্রকোনার মদন উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান।

অপরাধ প্রতিরোধে জন্য দলগত স্বীকৃতি লাভ করেন মাদারীপুরের ডিসি ড. রহিমা খাতুন, সাবেক ডিডিএলজি (বর্তমানে গোপালগঞ্জের ডিডিএলজি) আজহারুল ইসলাম, মাদারীপুর এডিসি (রাজস্ব) ঝোটন চন্দ এবং জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার আবদুল্লাহ-আবু-জাহের।

বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে পদক পান কুমিল্লার ডিসি মোহাম্মদ কামরুল হাসান, এডিসি (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, এডিসি (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফাহিমা বিনতে আখতার এবং নাসরিন সুলতানা নিপা। গবেষণায় দলগতভাবে পদক ময়মনসিংহের এডিসি পারভেজুর রহমান।

প্রতিষ্ঠান হিসেবে সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে পদক পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উন্নয়ন প্রশাসন ক্যাটাগরিতে পানিসম্পদ মন্ত্রণালয়।

সারাবাংলা/এনআর/এএম

জনপ্রশাসন পদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর