Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২২ ১৯:১৫

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিয়েছেন। দেশের খেলাধুলা আরও এগিয়ে যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা খেলাধুলার দিকে আরও নজর দিক। এগিয়ে যাক।’

শ‌নিবার (২৩ জুলাই) বিকা‌লে মুড়াপাড়া স্টেডিয়ামে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ্যালয় ফুটবল টুর্ন‌ামেন্ট ও বঙ্গমাতা শেখ ফ‌জিলাতুন্নেছা মু‌জিব গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ্যালয় ফুটবল টুর্ন‌ামেন্টের (উপ‌জেলা পর্যায়) ফাইনাল খেলা উপলক্ষে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ব‌লেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। ফুটবলের হারানো গৌরব ফেরাতে সরকারের পক্ষ থেকে স্কুলপর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। বিভাগীয় এবং জেলা পর্যায়ে ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। স্কু‌লে স্কু‌লে খেলাধুলা হ‌চ্ছে। তাতে আমাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদা, দৃঢ়তা ও অর্থনৈতিক শক্তিমত্তার প্রতীক। এই সেতু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুধু উপহার নয়, এটি বাঙালির আত্মমর্যাদার অহংকার। পদ্মা সেতুর বাস্তবায়নের মাধ্যমে গোটা বিশ্বকে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। এ দীর্ঘ সেতুর কল্যাণে দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়, সাহসী ও পরিকল্পিত পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

বিজ্ঞাপন

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহানের সভাপ‌তি‌ত্বে ও রূপগঞ্জ উপ‌জেলা প্রাথ‌মিক বিদ্যালয় শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি আব্দুর র‌হিমের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপ‌জেলা শিক্ষা অফিসার জা‌হেদা আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সো‌হেল, মুড়াপাড়া ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান তোফা‌য়েল আহ‌মেদ আলমাছসহ অনেকে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দ‌ড়িকা‌ন্দি সরকারি প্রাথ‌মিক বিদ্যালয় ১-০ গো‌লে রূপগঞ্জ সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়কে হা‌রি‌য়ে চ্যা‌ম্পিয়ন হয় এবং বঙ্গমাতা শেখ ফ‌জিলাতুন্নেছা মু‌জিব গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ্যালয় ফুটবল টুর্ন‌ামেন্টে পা‌বই সরকারি প্রাথ‌মিক বিদ্যালয় ২-১ গোলে গন্ধর্বপুর সরকারি প্রাথ‌মিক বিদ্যালয়কে হা‌রিয়ে চ্যা‌ম্পিয়ন হয়।

সারাবাংলা/এমও

খেলাধুলা গোলাম দস্তগীর গাজী প্রধানমন্ত্রীর নেতৃত্ব বস্ত্র ও পাট মন্ত্রী বাংলাদেশ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর