হিলিতে ভারতীয় যাত্রীর কাছে ৫ লাখ টাকা জব্দ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২২ ২০:২৮
২৩ জুলাই ২০২২ ২০:২৮
দিনাজপুর: জেলার হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে এক ভারতীয় পাসপোর্ট ধারী যাত্রীর নিকটে ৫ লাখ টাকা জব্দ করেছেন কাস্টমস কর্তৃপক্ষ।
শনিবার (২৩ জুলাই) দুপুর ১টায় ভারতীয় পাসপোর্টধারী যাত্রী মিথুন সরকারের শরীর তল্লাশি করে এসব টাকা উদ্ধার করা হয়। হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন, শনিবার দুপুরে মিথুন সরকার নামের একজন পাসপোর্ট যাত্রী হিলি চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন। ওই যাত্রীর ব্যাগ এবং সন্দেহমূলক আচরণ দেখে তার শরীর তল্লাশি করা হয়।
এ সময় তার শরীরের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ৫ লাখ টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত টাকাগুলো হিলি শুল্ক গুদামে জমা প্রদান করা হয়েছে বলেও জানিয়েছেন হিলি কাস্টমসের এই কর্মকর্তা।
সারাবাংলা/এনএস