দুর্ঘটনায় মাইক্রোবাসের ৬ যাত্রী নিহত: বাসচালকের বিরুদ্ধে মামলা
২৩ জুলাই ২০২২ ২০:৫৯
বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৬ যাত্রী নিহত হওয়ার ঘটনায় বাসচালকের নামে মামলা হয়েছে। গুরুতর অসুস্থ মাইক্রোবাসচালক আছর উদ্দিন সরকারের ছেলে সাব্বির সরকার বাদী হয়ে গৌরনদী হাইওয়ে থানায় মামলাটি দায়ের করেন।
শনিবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বেলাল হোসেন। তিনি বলেন, ‘শুক্রবার দিনগত রাতে সড়ক পরিবহন আইন অনুসারে মামলাটি নেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বাসের চালককে আটক করতে পারবো।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে নতুন শিকারপুরে কুয়াকাটাগামী মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে সড়কের মধ্যে থেমে যায়। এ সময়ে ঢাকাগামী মোল্লা ট্রাভেলসের একটি বাস সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চার জন এবং শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়।
সারাবাংলা/এমও