Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুক্তিযুদ্ধের অর্জন চুরির মাধ্যমে বিসর্জন দিচ্ছে সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২২ ২৩:২২

ঢাকা: গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, মানুষের মুখে কোনো ইদের আনন্দ ছিল না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, লোডশেডিং, প্রশাসনের নিরীহ মানুষের ওপর হামলা-মামলা, হেলমেট বাহিনীর অত্যাচারে জনগণ ইদ আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। সর্বোপরি এই অবৈধ সরকারের দুঃশাসনকাল মানুষের মুখের হাসি কেড়ে নিয়েছে।

তিনি বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎ পেতে শুধু বিদ্যুৎ খাতে ৭০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে, যে টাকা দিয়ে প্রায় সাতটা পাওয়ার স্টেশন করা যেত। কার পেটে এই টাকা গেছে- জবাব দিতে হবে। মহাচুরির রাজত্ব কায়েম করছে চারদিকে। মুক্তিযুদ্ধের অর্জন চুরির মাধ্যমে বিসর্জন দিচ্ছে দুর্নীতিবাজ সরকার।

শনিবার (২৩ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যয়ে গণফোরাম শীর্ষক আলোচনা সভা ও ইদ পূর্ণমিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোস্তফা মহাসিন মন্টু বলেন, ‘২০১৪ সালে ১৫৪টি আসন দখল করল বিনা নির্বাচনে। আসলে ওই নির্বাচন হয়েছিল সাজানো। ২০১৮ সালে মধ্যরাতের নির্বাচনে ক্ষমতা দখল করে। পৃথিবীর কোথাও এমন কলঙ্কিত ইতিহাস নেই। দেশের বর্তমান ক্রান্তিকাল উত্তরণে সব রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। ভয় বিতাড়িত করে সাহসে বুক নিয়ে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে লড়াইয়ে নামতে হবে সবাইকে।’

গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘গণফোরামের পক্ষ থেকে বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের স্মরণে গভীর শ্রদ্ধা জানাই, যার চৌকস নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। শুভ জন্মদিন মহান নেতা তাজউদ্দীন আহমেদ। দুর্ভাগ্যের বিষয় তার জন্মদিনে কোনো রাষ্ট্রীয় আয়োজন চোখে পড়েনি। বাংলাদেশ সৃষ্টিতে যে তাজউদ্দীন আহমেদের এত অবদান সেই তাজউদ্দীন কি কারণে রাষ্ট্র থেকে হারিয়ে যায় এটা আমাদের দুর্ভাগ্য। যারা তাজউদ্দীনদের হারিয়ে দিতে চায় ইতিহাসে তারাই হারিয়ে যাবে।’

তিনি বলেন, ‘একযুগ ধরে দুঃশাসনের মাধ্যমে লুটপাট করে রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে ফেলেছে। গণফোরাম এর বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাব। বিরোধীদলের নেতৃত্বকালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করে এখন তা বেমালুম ভুলে গেছেন প্রধানমন্ত্রী।’

তিনি আরও বলেন, ‘এমন বিদ্যুৎ উৎপাদন করেছেন আর কখনো নাকি বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতি হবে না, লোডশেডিং জাদুঘরে পাঠাবেন। কিন্তু এখন কি হচ্ছে? এগুলো দেখে আমাদের লজ্জা হয়। আপনি জনগণের সাথে প্রতারণা ও মুনাফেকি করেছেন। নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনাদের হটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

গণফোরাম মোস্তফা মহসীন মন্টু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর