Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ মাসের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২২ ২৩:৪০

ঢাকা: আমদানি পণ্যের ক্রমবর্ধমান ব্যয় মেটাতে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (ফরেক্স) চাপের মুখে রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) তথ্যানুযায়ী, ১৫ জুলাই পর্যন্ত সামগ্রিক রিজার্ভ ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার কমে ৫৭২ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা ২০ মাসের মধ্যে সর্বনিম্ন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈদেশিক মুদ্রার বাজারে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর হস্তক্ষেপের কারণে রিজার্ভ সর্বনিম্নে এসেছে। এদিকে সরকার স্থানীয় মুদ্রা রুপির বড় ধরনের দরপতন ঠেকাতে মার্কিন ডলার বিক্রি অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

এদিকে, শুক্রবার (২২ জুলাই) আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস কেন্দ্রীয় ব্যাংক রুপির দরে অস্থিরতার ক্ষেত্রে জিরো টলারেন্সে রয়েছে উল্লেখ করে আশ্বস্ত করেন যে, ভারতে যথেষ্ট বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। রিজার্ভ ব্যাংকের গভর্নরের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, বাজারে চাহিদার তুলনায় বৈদেশিক মুদ্রা সরবরাহ অপ্রতুল হওয়ায় আরবিআই তারল্য নিশ্চিতে বাজারে ডলার সরবরাহ করছে।

আরবিআই প্রধানের মন্তব্য এমন সময়ে এসেছে যখন রুপি গত কয়েক সেশনে ডলারের বিপরীতে নতুন রেকর্ডের সর্বনিম্ন ছুঁয়েছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত রুপির মূল্য প্রায় ৭ শতাংশ কমেছে। বিশেষজ্ঞরা বলেছেন, অপরিশোধিত তেলের উচ্চ মূল্যের কারণে তেল আমদানিকারকদের কাছ থেকে ডলারের ব্যাপক চাহিদার ফলে সাম্প্রতিক রুপির দুর্বলতা দেখা দিয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, ডলারের বিপরীতে রুপির সর্বশেষ দর ১০ পয়সা শক্তিশালী হয়ে ৭৯ দশমিক ৯৫ থেকে ৭৯ দশমিক ৮৫ হয়েছে। ২০২০ সালের নভেম্বরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৫৭২ বিলিয়ন। তারপর থেকে ২০২১ সালের অক্টোবরে রিজার্ভ ৬৪২ বিলিয়নে পৌঁছেছিল।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা রোধ করতে ৫০ বিলিয়নের বেশি ডলার বিক্রি করেছে বলে মনে করা হচ্ছে।

সারাবাংলা/পিটিএম

ডলার ভারত রিজার্ভ সর্বনিম্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর