Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে আকস্মিক বন্যায় ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২২ ১১:৩৬ | আপডেট: ২৪ জুলাই ২০২২ ১৩:৫৯

ঢাকা: দক্ষিণ ইরানে প্রবল বৃষ্টির জেরে আকস্মিক বন্যায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, ফারস প্রদেশের রাজধানী সিরাজ থেকে ১৭৪ কিলোমিটার (১০৮ মাইল) পূর্বে ইস্তাহবান শহরে দেড়শ জন উদ্ধার ও সহায়তাকর্মী কাজ করছেন।

ইস্তাহবানের গভর্নর ইউসেফ কারগারের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার খবরে বলা হয়, শুক্রবার এস্তাবানের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিয়েছে।  এদিকে, ফারস প্রদেশের গভর্নর আকস্মিক প্রাণহানির কারণে রোববার শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন।

প্রদেশের সংকট ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলিল আবদুল্লাহি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বন্যায় ১৫টি গাড়ি ডুবে গেছে বলে জানা গেছে। বন্যাকবলিত এলাকা থেকে অন্তত ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/আইই

ইরান টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর