Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডলার কম খরচ করার পরামর্শ সিপিডির

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২২ ১৬:৫৫

ঢাকা: যেকোনো মূল্যে ডলার কম খরচ করার পরামর্শ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, ডলারটা কীভাবে কম খরচ করতে হয় সেটাও দেখতে হবে। আমাদের আমদানি প্রতিস্থাপক কার্যক্রম নিতে হবে। আমরা যদি আমদানি কমাতে পারি, এক ডলার যদি সেইফ (সঞ্চয়) করতে পারি, সেটি কিন্তু এক ধরণের আর্ন (অর্জন) করাই। সুতরাং, আমাদের সেদিকে নজর দিতে হবে।

রোববার (২৪ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ: কতটা ঝুঁকিপূর্ণ?’ শীর্ষক মিডিয়া ব্রিফিং ও বিষয়ভিত্তিক আলোচনায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত কয়েক বছর ধরে আমাদের রফতানি প্রতিযোগিতা কমে যাচ্ছে। খুবই অল্প সময়ে টাকার মূল্য ১০ শতাংশ অবমূল্যায়ণ করা হলো। আমরা আগেও টাকার অবমূল্যায়ন করতে বলেছি। এটি যদি প্রতিনিয়ত করা হতো তাহলে আমদানির ওপর এমন চাপ পড়তো না।’

তিনি বলেন, ‘রফতানির পরিমাণ বাড়ছে, তবে মূল্য বাড়ছে না। এছাড়া আমদানির পরিমাণ বাড়ছে না, কিন্তু আমদানি মূল্য বাড়ছে। আমদানির নামে ওভার প্রাইসিংয়ের ক্ষেত্রে সরকারকে শূন্য সহিষ্ণুতা দেখাতে হবে।’

তিনি আরও বলেন, ‘আইএমএফ বা অন্যান্য সংস্থা যেসব পরামর্শ দিচ্ছে সেগুলো গ্রহণ করতে হবে। তাদের পরামর্শের ক্ষেত্রে আমাদের জন্য যেগুলো মঙ্গজনক সেগুলো গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, ভর্তুকি কমাতে বললে জনগণের বিষয়টি আগে ভাবতে হবে।’

সামনের দিনে রিজার্ভের ওপর যে চাপ, সেদিকে আরও বেশি নজর দিতে হবে বলে জানান অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থান করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। এতে আরও বক্তব্য দেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ম তামিম।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

কম খরচ টপ নিউজ ডলার সিপিডি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর