Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২২ ১৯:২১

কক্সবাজার: শহরের পেশকার পাড়ায় ছাত্রলীগ নেতা ইমন হত্যা মামলার প্রধান আসামি আব্দুল্লাহ খানকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় নিহত ইমনের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

রোববার (২৪ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজার র‍্যাব১৫ সহকারী পরিচালক এএসপি নিত্যানন্দ দাশ। টেকনাফের হ্নীলার এক স্বজনের বাসা থেকে আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।

গত ২১ জুলাই বৃহস্পতিবার রাতে পেশপাড়ায় নির্মমভাবে খুন হন ইমন হাসান মাওলা। এরপর ২৪ জুলাই কক্সবাজার সদর মডেল থানায় আব্দুল্লাহ খানকে প্রধান করে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ইমনের বাবা মোহাম্মদ হাসান।

সারাবাংলা/এমও

আসামি গ্রেফতার গ্রেফতার ছাত্রলীগ নেতা হত্যা প্রধান আসামি হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর