Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী আর নেই

সারাবাংলা ডেস্ক
২৪ জুলাই ২০২২ ১৯:০৯

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী মারা গেছেন। রোববার (২৪ জুলাই) দুপুরে ঢাকার বাসায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অ্যালামনাই-এর কার্যকরী কমিটির সদস্য, সাবেক ছাত্র ইউনিয়ন নেত্রী ডালিয়া নাসরিনের স্বামী এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর বড় জামাতা।

মোহাম্মদ আলী চৌধুরী চট্টগ্রাম ছাত্র ইউনিয়নের এবং পরে ন্যাপের নেতা ছিলেন। তিনি সরকারি কর্মকর্তা ছিলেন।

দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও এক কন্যা এবং বহু আত্মীয়স্বজন ও বন্ধু গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

চট্টগ্রামের ফৌজদারহাটের উত্তর ছলিমপুরের পীরবাড়ির পারিবারিক গোরস্থানে আগামীকাল সোমবার সকালে তাকে দাফন করা হবে।

সারাবাংলা/একে

গোলাম আরিফ টিপু মুক্তিযোদ্ধা

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর