Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকার প্রেসিডেন্ট ভবন থেকে চুরির অভিযোগে আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২২ ১১:৪৮

শ্রীলংকার প্রেসিডেন্ট ভবন থেকে চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে দেশটির পুলিশ। আটক হওয়া যুবকদের বিরুদ্ধে অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করে তারা সোনার আবরণ দ্বারা তৈরি ৪০টি পিতলের সকেট চুরি করে।

স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, চুরির মালপত্র বিক্রি করতে গেলে পুলিশের সন্দেহে পড়ে তারা।

পুলিশ জানিয়েছে, তাদের বয়স ২৮, ৩৪ ও ৩৭ বছর। তাদের কলম্বো (উত্তর) অপরাধ তদন্ত বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

দেশটিতে অর্থনৈতিক সংকটের জেরে গত ৯ জুলাই হাজারো বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদে প্রবেশ করেন। বিক্ষোভের মুখে প্রাসাদ ছেড়ে পালাতে বাধ্য হন গোতাবায়া। বিক্ষোভকারীরা টানা কয়েকদিন ধরে সেখানেই অবস্থান করেন। এরই মধ্যে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

সারাবাংলা/এএম

গোতাবায়া রাজাপক্ষে টপ নিউজ প্রেসিডেন্ট ভবন শ্রীলংকা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর