Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেদারল্যান্ডসে আইনি ভিত্তি পাচ্ছে ওয়ার্ক ফ্রম হোম

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২২ ১৮:৪৩ | আপডেট: ২৫ জুলাই ২০২২ ২০:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ার্ক ফ্রম হোমকে নাগরিক অধিকারে পরিণত করতে আইন পাসে কাজ করছে নেদারল্যান্ডসের পার্লামেন্ট। ইতোমধ্যেই নিম্নকক্ষে বিলটি পাস হয়েছে। সিনেটে বিলটি পাস হলে কর্মীদের বাসা থেকে কাজ করার আবেদন বিবেচনায় রাখতে হবে নিয়োগদাতাদের। কখনো অনুমতি দেওয়া সম্ভব না হলে তার কারণ জানিয়ে দিতে হবে।

বিদ্যমান আইন অনুযায়ী নিয়োগদাতারা কোনো কারণ না দেখিয়েই কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের আবেদন নাকচ করতে পারতেন। কোনো কর্মী বাসা থেকে কাজ করার অনুমতি পাবেন কি না তা নির্ভর করতো নিয়োগকর্তার ওপর।

পাশাপাশি, এ আইনের আওতায় কর্মীরা নিজেদের পছন্দমতো কাজের জায়গা ও সময়ের পরিবর্তন চেয়ে নিতে পারবেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারি শুরুর আগেও নেদারল্যান্ডসে ওয়ার্ক ফ্রম হোম জনপ্রিয় ছিল। দেশটির ২৮ শতাংশ কর্মজীবী নাগরিক বাসা থেকে কাজ করেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে এ হার শীর্ষ স্থানীয়।

সারাবাংলা/একেএম

ওয়ার্ক ফ্রম হোম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর