Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটায় জালে ধরা পড়লো দু’টি ‘বাদুর মাছ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২২ ২১:২০

কুয়াকাটা: কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে দু’টি বাদুর মাছ। সোমবার (২৫ জুলাই) দুপুরে মহিপুরের তিমন ফিস মৎস্য আড়তে মাছ দু’টি নিয়ে আসে জাকির প্যাদা নামের এক জেলে।

পরে মাছ দুটি হানিফ পল্লান নামের এক জেলে কিনে যায়। অনেকটা বাদুরের মতো দেখতে হলেও এ মাছের মূল নাম ‘লম্বা লেজি পাপড়ি’। এর বৈজ্ঞানিক নাম ‘রিহপনোপেটরা জাভানিকা’। এ মাছের দৈর্ঘ্য ১ ফুট ও প্রস্থ ১ ফুট হলেও এর প্রায় ২ ফুট লম্বা একটি লেজ রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় জেলেরা জানায়, মাছ দু’টি ওজনে ২০ কেজি হলেও এ মাছ সচরাচর দেখা যায়। গতকাল দুপুরে এ মাছ দুটি বঙ্গোপসাগরের চর বিজয়সংলগ্ন সাগরে জাকির প্যাদার ট্রলারে ধরা পড়ে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছ ধরা বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ মাছ ধরার বিষয়ে আমরা জেলেদের বেশ কয়েকবার সচেতন করেছি।

সারাবাংলা/এমও

কুয়াকাটা বঙ্গোপসাগর বাদুর মাছ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর