সিলেট বিমানবন্দরে ১০টি সোনার বার উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২২ ১৬:০২
২৬ জুলাই ২০২২ ১৬:০২
সিলেট: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবর্জনার ট্রলি থেকে দশটি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে কাতারের দোহা ফেরত বাংলাদেশ বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলি স্ক্যান করে বারগুলো উদ্ধার করা হয়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধার সোনার ওজন এক কেজি ১৬০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
তিনি আরও জানান, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সারাবাংলা/এসএসএ