Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশ-ভারত-পাকিস্তান ফের এক হওয়া সম্ভব’

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২২ ১৮:৩৫

ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার বলেছেন, বাংলাদেশ-ভারত-পাকিস্তান ফের এক হওয়া সম্ভব। মঙ্গলবার (২৬ জুলাই) হরিয়ানার গুরুগ্রামে বিজেপির জাতীয় মাইনরিটি মোর্চার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খবর এনডিটিভি।

পূর্ব ও পশ্চিম জার্মানির এক হয়ে যাওয়ার উদাহরণ টেনে মনোহর লাল খাত্তার বলেন, তারা এক হয়ে যেতে পারলে ভারতের সঙ্গে পাকিস্তান-বাংলাদেশেরও এক হয়ে যাওয়াও সম্ভব। খুব বেশি দিন আগের কথা নয়, মানুষ বার্লিন প্রাচীর ভেঙে দুই জার্মানিকে এক করেছে।

১৯৪৭ সালের দেশভাগকে দুঃখজনক উল্লেখ করে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, ধর্মবিশ্বাসের ভিত্তিতে ওই বিভাজন ঘটেছিল। সে সময় ধর্মীয় পরিচয়ে সংখ্যালঘু তকমা দেওয়া হয়েছিল যেনো তাদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীতা তৈরি হয়।

তিনি বলেন, ভারত প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চায়। স্বাধীনতার পর থেকে কংগ্রেস সংখ্যালঘুদের কেবল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। বিজেপির লক্ষ্য সবার সঙ্গে থাকা এবং সবার উন্নয়ন।

সারাবাংলা/একেএম

টপ নিউজ দেশভাগ পাকিস্তান বাংলাদেশ ভারত ভারতবর্ষ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর