জরিমানার বৈধতা চ্যালেঞ্জ করে সহজের রিট
২৬ জুলাই ২০২২ ১৮:৫০
ঢাকা: রেলওয়ের টিকিট অব্যবস্থাপনার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের দুই লাখ টাকা জরিমানার বৈধতা চ্যালেঞ্জ করে সহজ ডটকম হাইকোর্টে রিট দায়ের করেছে। মঙ্গলবার (২৬ জুলাই) সহজ ডটকমের পক্ষে আইনজীবী তানজীব উল আলম এ রিট দায়ের করেন।
রিটে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনে জরিমানা স্থগিত চাওয়া হয়েছে। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী।
এর আগে, ২০ জুলাই ভোক্তা অধিদফতরের কার্যালয়ে অভিযোগকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে রেলের টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, তার (রনি) এ অভিযোগ এবং দৃঢ় আন্দোলন ভোক্তা অধিকারের ব্যাপারে সবার চোখ খুলে দিয়েছে। ভোক্তার হয়রানি দ্রুত নিরসন করতে হবে। রনি টিকিটের জন্য পেমেন্ট করেও টিকিট পায়নি। সে এর মধ্যে বসে না থেকে তাদের অফিসে গিয়েছে। সেখানে যাওয়ার পর সহজের কর্মকর্তা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তার বুক করা সিটই অন্য কারও কাছে বেশি দামে বিক্রি করা হয়েছে। একজন ভোক্তা হিসেবে তার অধিকার ক্ষুণ্ন হয়েছে।
প্রসঙ্গত, ৭ জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। প্রথমে এককভাবে করলেও পরবর্তীতে তার এ আন্দোলন দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তবে, সোমবার (২৫ জুলাই) রাতে রেলভবনে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন মহিউদ্দিন হাওলাদার রনি।
সারাবাংলা/কেআইএফ/একেএম