Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবচেয়ে বেশি মানুষ ঢাকায়, কম বরিশালে

স্টাফ করসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২২ ১৫:১৭

ঢাকা: দেশের সবচেয়ে বেশি ৪ কোটি ৪২ লাখ ২০ হাজার জন মানুষ বাস করেন ঢাকা বিভাগে। সবচেয়ে কম মানুষের বসবাস বরিশাল বিভাগে। জনশুমারি ও গৃহগণনা-২০২১-এর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশের শহরে বসবাসরত মোট মানুষের সংখ্যা ৫ কোটি ২০ লাখ ৯০ হাজার ৭২ জন। দেশের পল্লী এলাকায় বাস করেন মোট ১১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৫৮৭ জন।

অন্যান্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ৩ কোটি ৩২ লাখ এবং রাজশাহীতে ২ কোটি ৩ লাখ মানুষ বাস করেন। সবচেয়ে কম জনসংখ্যা ৯১ লাখ বাস করেন বরিশালে।

বুধবার (২৭ জুলাই)  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা-২০২১-এর তথ্য প্রকাশ করে।  প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। গত এক দশকে দেশের জনসংখ্যা বেড়েছে ২ কোটিরও বেশি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড, শাহনাজ আরেফিন।

এবারের শুমারিতে একজন মানুষের কাছ থেকে মোট ৩৫ ধরনের তথ্য নেওয়া হয়। কোনো পরিবারের সদস্য বিদেশে থাকলে তাকেও গণনায় অন্তর্ভুক্ত করা হয়। আবার যেসব বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন, তাকেও গণনা করা হয়। খানা ও খানার সদস্যদের গণনা মোট জনসংখ্যা ও দেশের সব বসতঘর বা বাসগৃহের সংখ্যা উঠে আসবে এই জনশুমারিতে। এছাড়া ঘরের ধরন, বাসস্থানের মালিকানা, খাবার পানির প্রধান উৎস, টয়লেটের সুবিধা, বিদ্যুৎ সুবিধা, রান্নার জ্বালানির প্রধান উৎসের পাশাপাশি আর্থসামাজিক তথ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড, খানা সদস্যদের বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, ধর্ম, প্রতিবন্ধিতা, শিক্ষা, কর্ম, প্রশিক্ষণ, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার, ব্যাংক, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতীয়তা, নিজ জেলা ইত্যাদি বিভিন্ন বিষয়েও তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর