বগুড়ায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
২৭ জুলাই ২০২২ ১৫:০৩
বগুড়া: জেলার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন আব্দুর রহিম (৩৫) নামে এক ব্যক্তি। বুধবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রহিম গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামের খোকা মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে রহিমের সঙ্গে জমি নিয়ে বিরোধ নিয়ে ঝগড়া হয় তার চাচাতো ভাই মাসুদের। ঝগড়ার এক পর্যায়ে রহিমের পেটে ছুরিকাঘাত করে মাসুদ। গুরুতর আহত অবস্থায় রহিমকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে রহিম মারা যান।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ছুরিকাঘাতে আহত রহিম চিকিৎসাধীন অবস্থার মারা গেছেন। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। খুনের সঙ্গে জড়িত মাসুদকে গ্রেফতার করতে রাত থেকেই অভিযান চলানো হচ্ছে।
সারাবাংলা/এসএসএ