Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২২ ১৮:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জ: জেলার দৌলতপুরে স্ত্রী ফিরোজা আক্তারকে (২২) শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী (৩৬) মিরাজ মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (২৭ জুলাই) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

নিহত ফিরোজা আক্তার মানিকগঞ্জের দৌলতপুরের ভাঙ্গা রামচন্দ্রপুর এলাকায় শামসুল জর্দির মেয়ে এবং মিরাজ মিয়ার দ্বিতীয় স্ত্রী।

দণ্ডপ্রাপ্ত মিরাজ মিয়া পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের নাগরপুরের লক্ষীদিয়া এলাকায় বাতেন মাস্টারের ছেলে।

বিজ্ঞাপন

অভিযোগ পত্রে জানা যায়, ২০১৬ সালের ১৯ মার্চ রাত দেড়টার দিকে স্ত্রী ফিরোজা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির উঠানের নিচে ফেলে এসে স্ত্রীকে পাওয়া যাচ্ছে না বলে শ্বশুরবাড়ির লোকজনকে জানায় স্বামী মিরাজ মিয়া। এরপর বাড়ির উঠানের লাইগাছের জাংলার নিচ থেকে ফিরোজার মরদেহ উদ্ধার নিহতের পরিবারের লোকজন। এ ঘটনায় ১৯ তারিখ সকালে নিহতের বাবা শামসুল জর্দি বাদি হয়ে স্বামী মিরাজ মিয়াকে প্রধান আসামি করে তিনজনের নামে দৌলতপুর থানায় মামলা করেন।

সারাবাংলা/এসএসএ

মানিকগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর