Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ বছর গাড়ি কিনতে পারবে না কোনো ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২২ ২০:২৯ | আপডেট: ২৮ জুলাই ২০২২ ০০:২০

ঢাকা: ব্যাংকের সব ধরনের যানবাহন কেনায় নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি আপ্যায়ন, ভ্রমণ, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাবপত্র ও অন্যান্য মনিহারি ব্যয়ও ৫০ শতাংশ কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। সাশ্রয় করা এই অর্থ অন্য কোনো খাতেও বরাদ্দ বা ব্যয় করা যাবে না।

বুধবার (২৭ জুলাই) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনাটি সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন খাতে পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত বা কমানোর সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় ব্যাংকগুলোকে চলতি ২০২২ সালের বাকি ছয় মাস (জুলাই-ডিসেম্বর) এবং ২০২৩ সালের প্রথম ছয় মাস (জানুয়ারি-জুন) পর্যন্ত এই ব্যয় স্থগিত বা কমানোর জন্য বলা হয়েছে।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকে যানবাহন কেনা স্থগিত হলেও জরুরি কিছু ক্ষেত্রে ব্যয় করা যাবে। তবে তা বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত, এর বেশি নয়। এসব ক্ষেত্র হলো— আপ্যায়ন, ভ্রমণ, কম্পিউটার ও আনুষঙ্গিক বৈদ্যুতিক সরঞ্জামা, আসবাবপত্র ও অন্যান্য মনিহারি খাত।

নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যয় কমানো সংক্রান্ত তথ্য ও নথি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক পরিদর্শনের সময় কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শকদের চাহিদা অনুযায়ী সেই তথ্য সরবরাহ করতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

সারাবাংলা/জিএস/টিআর

গাড়ি কেনা টপ নিউজ বাংলাদেশ ব্যাংক ব্যয় সাশ্রয়

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর