Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সততার কারণে ফজলে রাব্বী মিয়া চিরস্মরণীয় হতে থাকবেন: স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২২ ২২:৪৩

ফাইল ছবি

ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কারণে মরহুম ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। জনগণের ভালবাসা ও শ্রদ্ধাই তার জীবনে সবচেয়ে বড় অর্জন। যে কোনো দায়িত্ব পালনে তিনি আন্তরিক ছিলেন।

বুধবার (২৭ জুলাই) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মুখে সদ্যপ্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান ও সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ।

অনুষ্ঠানে ফজলে রাব্বী মিয়ার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে স্পিকার বলেন, ‘সংসদ অধিবেশন খুব আগ্রহ নিয়ে পরিচালনা করতেন সদ্যপ্রয়াত ডেপুটি স্পিকার। তিনি সংসদ পরিচালনার ক্ষেত্রে সবসময় সক্রিয়ভাবে সহযোগিতা করতেন। আবার বিরতি পেলেই ছুটে যেতেন নির্বাচনী এলাকায়। সংসদ ভবনের বাসায়ও এলাকার জনগণের ভিড় দেখা যেত। তিনি দায়িত্ব পালনের মাধ্যমে সর্বস্তরের মানুষের ভালবাসা অর্জন করেছিলেন।’

এ সময় তিনি তার রুহের মাগফিরাত কমনা করেন।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। আলোচনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রয়াত ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদের ঈমাম হাফেজ ক্বারী মাওলানা মো. সাইফুল্লাহ। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় সংসদ ফজলে রাব্বী মিয়া স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর