জাককানইবি’র মেডিকেল সেন্টারে ফাটল, আতঙ্কে চিকিৎসক-শিক্ষার্থীরা
২৮ জুলাই ২০২২ ০৯:৪৬
জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) একমাত্র মেডিকেল সেন্টার ‘ব্যাথার দান’র ভবনগুলোতে ভয়ংকর ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে আতঙ্কে আছেন চিকিৎসক, নার্স ও চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা।
পুরাতন ভবনের ওপর নতুন করে স্থাপনা নির্মাণের কারণে অতিরিক্ত চাপে এই ফাটল ধরেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে মেডিকেল সেন্টারের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম এম আশরাফ উদ্দিন তালুকদার বলেন, ‘বসার রুমগুলোতে এ রকম ফাটলের কারণে আতঙ্কে এবং ভয়ে থাকি, যেকোনো সময় তা ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও ওপর থেকে সারাক্ষণ ছাদ চুঁয়ে পানি পড়ায় চিকিৎসার সরঞ্জামগুলো নষ্ট হচ্ছে। অতি দ্রুতই যেন এ সমস্যার সমাধান করা হয়- এটাই প্রশাসনের কাছে দাবি।’
২০১৭-১৮ সেশনের লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. সাজেদুল ইসলাম বলেন, ‘ব্যথার দান মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয় পরিবারের স্বাস্থ্য সেবা নিশ্চিত কেন্দ্র। মেডিকেল সেন্টারের এ রকম ফাটল সত্যি আমাদের জন্য উদ্বিগ্নের। তাই প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত এই বিপদজনক সমস্যা সমাধান করে স্বাস্থ্য সেবার উন্নতি করে।’
২০১৭-১৮ সেশনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফেরদৌস আহমেদ বলেন, ‘আমাদের ক্যাম্পাসের জমি সংকটের কারণে আনাচে-কানাচে উঁচু উঁচু ভবন নির্মাণ হচ্ছে। চলছে কনস্ট্রাকশন এবং রিকনস্ট্রাকশন। এমনি একটি রিকনস্ট্রাকশন হচ্ছে আমাদের মেডিকেল (ব্যথার দান)। যার ভিত্তি কতটা মজবুত সেটা পর্যবেক্ষণ না করেই কাজ শুরু করা হয়েছে। ফলে মেডিকেলের কোথাও ধসে পড়ছে আবার কোথাও ফাটল ধরছে। এটা ডাক্তার, নার্স ও শিক্ষার্থীদের জন্য কতটা হুমকি সেটা বিবেচনা করা উচিত। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ এ কাজের সঙ্গে নিয়োজিতদের দৃষ্টি দেওয়া উচিত।’
এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. তপন কুমার সরকার বলেন, ‘মেডিকেল সেন্টারের ফাটলগুলো দেখেছি। সত্যিই এটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও কর্তৃপক্ষের কাছে আশা করব কোনো অনাকাঙ্ক্ষিত ঘটার আগেই যেন এ সমস্যা সমাধান করা হয়।’
বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক জোবায়ের হোসেন জানান, ভবনের ফাটলগুলো মূলত ওপরের আবরণের ফাটল। নির্মাণাধীন স্থাপনাগুলোর সঙ্গে সঙ্গে এ সমস্যার সমাধান করা হবে।
সারাবাংলা/এনএস