ঢাকা: রাজধানীর সবুজবাগের বাসাবোতে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যাটারি চালিত রিকশাচালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম আব্দুল হালিম ব্যাপারী (৫৫)।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে বাসাবো ফ্লাইওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ হালিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল হালিমের ছেলে মো. স্বপন ব্যাপারী জানান, তাদের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলার পূর্ব মির্জাচর মুন্সীকান্দি গ্রামে। পরিবার নিয়ে সবুজবাগ কদমতলা পূর্ব বাসাবোর একটি বাসায় ভাড়া থাকেন। গতকাল বুধবার রাত ৩টার দিকে ভাড়ায় চালিত ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হন তিনি। এরপর রাত ৪টার দিকে তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে বাবাকে মুমূর্ষ অবস্থা দেখতে পান।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, খবর পেয়ে ভোরে বাসাবো ফ্লাইওভারের ঢালে ফুটপাত থেকে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, একটি বেপরোয়া পিকআপ ভ্যান ওই রিকশাটিকে ধাক্কা দিয়ে ফুটপাতে উঠে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দেয়। ঘটনার পরপরই পিকআপ ভ্যান চালক পালিয়েছে। গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর মরদেহটি ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।