Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মাথাপিছু আয় বেশি দেখাতে জনসংখ্যা কম দেখাচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২২ ১৬:৩৩

ঢাকা: সরকার মাথাপিছু আয় বেশি দেখাতে দেশের জনসংখ্যা কম দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সম্প্রতি ঘোষণা হওয়া জনশুমারির প্রাথমিক ফলাফলের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য জনসংখ্যা কম দেখানো হয়েছে। যেকোনো মানুষ বুঝবে যে, এখানে ১৮ কোটি আমরা হিসাব করি, আমাদের হিসাবে আসে প্রায় ১৮ কোটি মানুষ। সেখানে ১৬ কোটি মানুষ দেখালে তো মাথাপিছু আয় বেশি দেখানোর সুবিধা হবেই।’

জনশুমারির গণনা নিয়ে সরকারের মন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, ‘এবার জনশুমারির গণনায় তারাই স্বীকার করেছেন যে, জনশুমারির গণনা সঠিক হয়নি, বাড়ি বাড়ি যায়নি। একটা বাড়িতে গিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করেছে যে, এই বাড়িতে কতজন লোক খায়। ও (দারোয়ান) তো এতো সব বুঝে না। সে বলেছে যে, দিনের বেলা ২ জন খায়, রাতের বেলা ৪ জন খায়। এই যে বিষয়গুলো এটা তো জনশুমারি হতে পারে না।’

`এসব করে মানুষকে বিভ্রান্ত করা, প্রতারণা করা। পুরো সরকারটাই প্রতারণার ওপর দাঁড়িয়ে আছে। এটা একটা টোটালি ফেক গভার্মেন্ট’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহিউদ্দিন রনির রেলের আন্দোলনকে সরকারের কৌশল হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে মহিউদ্দিন রনি আন্দোলন শুরু করেছিলেন। আমার স্ত্রী বলেছিলেন যে, দেখ কীভাবে কোনো রাজনীতি করে না, কিছু করে না সেই ছেলে কত ভালো কাজ করছে। সব মানুষকে নিয়ে আসছে।’

বিজ্ঞাপন

আমি সেইদিনই তাকে (স্ত্রী) বলেছিলাম যে, দেখ খুব শিগগিরই দেখবে যে, এটা আওয়ামী লীগের একটা কৌশল, তা প্রমাণ হবে। রনি ঠিকই প্রতিবাদী মিটিং শেষ করে গিয়ে আওয়ামী লীগের অফিসে ঢুকেছে। এটা হচ্ছে বিভিন্ন কৌশল, ডাইভারশন। সংকটের যে মূল জায়গাটা গণতন্ত্র নেই, লোডশেডিং— এ বিষয়গুলো থেকে জনগণের দৃষ্টি দূরে সরিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করা হয়।’

সারাবাংলা/এজেড/একেএম

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর