ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে পিকআপ ধাক্কায় অজ্ঞাত (৫৫) বছরের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ইউলুপে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা লেগুনা চালক বায়তুল আমান রিফাত জানায়, বিকেলে মাতুয়াইল সংলগ্ন ইউলুপে আহত অবস্থায় পড়েছিল। তখন স্থানীয় লোকজন দেখে তার লেগুনাতে উঠিয়ে দেয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পরে ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিফাত আরও জানায় স্থানীয় লোকজন বলেছিল, একটি পিকআপভ্যান ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই নারীর পরনে ছিল একটি প্রিন্টের শাড়ি।