Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড়ে সংঘাত বন্ধের আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২২ ২০:৫০

রাঙ্গামাটি: সন্তু লারমার নেতৃত্বাধীন পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতি ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে হিল উইমেন্স ফেডারেশন এবং পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) কতুকছড়ি এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি সদর উপজেলা শাখার সভাপতি রিমি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক লিপি চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন অনুরুপা চাকমা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ভ্রাতৃঘাতি সংঘাত সমাজ, জাত ও দলের জন্য কখনো মঙ্গল বয়ে আনতে পারে না। যে সময়ে সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, সে সময়ে জেএসএস’র এমন অপরিণামদর্শী সংঘাতমূলক কার্যক্রম কার্যত শাসকগোষ্ঠিকেই লাভবান করবে।

মানববন্ধনে বক্তারা অচিরেই ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে জাতির অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে আসার জন্য জেএসএস-এর প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর