Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিতে ছাত্র হত্যার ঘটনায় ২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২২ ২১:১৪

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে দুই আসামি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন ভুইয়ার আদালতে এ স্বীকারোক্তি দেন খুনের ঘটনায় গ্রেফতার হওয়া কামরুল ও হাসান।

পরে আদালতের নির্দেশে তাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

জালালাবাদ থানার তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ দেবু জানিয়েছেন, আদালতে গ্রেফতার হওয়া কামরুল ও হাসান খুনের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বুধবার মামলার অপর আসামি আবুল হোসেন আদালতে জবানবন্দি দিয়েছিলো।

গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় ছুরিকাঘাতে খুন হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমদ।

সারাবাংলা/এমও

ছাত্র হত্যা শাবি স্বীকারোক্তিমূলক জবানবন্দী

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর