Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২২ ০০:০৮

ঢাকা: ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) স্থানীয় সময় রাত নয়টা নাগাদ রাজস্থানের বারমার জেলায় ঘটনাটি ঘটেছে। ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত যুদ্ধবিমানটি দুই ইঞ্জিনবিশিষ্ট মিগ-২১ মডেলের। প্রশিক্ষণের সময় মাঝআকাশে বিমানটি ভেঙ্গে পড়ে। বারমার জেলা প্রশাসক লোক বান্দু বার্তাসংস্থা পিটিআইকে বলেন, জেলার ভিমদা গ্রামের প্রায় অর্ধকিলোমিটার এলাকা জুড়ে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানতে তাৎক্ষণিক তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে বিমানবাহিনী ও সরকারি কর্মকর্তারা পৌঁছেছেন।

দুই ইঞ্জিনবিশিষ্ট মিগ-২১ যুদ্ধবিমানটি সোভিয়েত আমলের তৈরি। বিধ্বস্ত বিমানটি ১৯৬০ সালে ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হয়। বৃহস্পতিবার রাজস্থানের বিমানঘাঁটিতে প্রশিক্ষণে অংশ নিয়েছিল।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর