Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাঘ বিলুপ্ত হলে সুন্দরবন উজাড় হবে’

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
২৯ জুলাই ২০২২ ১৪:৫০

‘উপকূল টিকে আছে সুন্দরবনের জন্য, আর সুন্দরবন টিকে আছে বাঘের জন্য। সুন্দরবনের বাস্তুসংস্থান ও টিকে থাকার জন্য বাঘের ভূমিকা অনন্য। বাঘ বিলুপ্ত হলে সুন্দরবন উজাড় হবে।’

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুক্রবার (২৯ জুলাই) সকালে ‘বাঘ ও বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল এ কথা বলেন। এবারের বাঘ দিবসের প্রতিপাদ্য ‘বাঘ আমার অহংকার, রক্ষার দায়িত্ব সবার’। মোংলা উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শরীফ জামিল বলেন, খালে বিষ দিয়ে মাছ মারা, বৃক্ষ নিধন, বন্যপ্রাণী হত্যা, চোরাচালান সিন্ডিকেট ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাঘ এবং সুন্দরবন বিপর্যস্ত। বাঘ এবং বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষায় বিশ্ব নেতৃবৃন্দ, সরকার এবং বন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে।

শুক্রবার বেলা ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। আলোচনা সভা পরিচালনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাটের আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।

সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন, সরকার বাঘ এবং বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষায় নানা উদ্যোগ গ্রহণ করেছে। সুন্দরবন সুরক্ষা প্রকল্পের মাধ্যমে সরকার সুন্দরবন এবং বাঘ রক্ষায় কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আমেরিকা থেকে আগত পরিবেশ ও জলবায়ু বিষয়ক তরুণ গবেষক ইভান টিমস, বাপার কেন্দ্রীয় নেতা তোফাজ্জেল সোহেল, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল ভদ্র, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, জিটিভির সিটি এডিটর রাজু আহমেদ, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার আব্দুর রশিদ হাওলাদার, সুন্দরবনের মৎস্যজীবী বেলায়েত সরদার, বাপা নেতা ইস্রাফিল বয়াতি, কমলা সরকার, শেখ রাসেল, নদীকর্মী হাছিব সরদার প্রমুখ।

বিজ্ঞাপন

আলোচনা সভার আগে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় ‘সুন্দরবনের বাঘ’ শীর্ষক শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শিশু চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বাঘ ও বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‌্যালি মোংলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সারাবাংলা/এএম

বাঘ বাঘ দিবস

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর