Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ১১

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২২ ১৫:০৭ | আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৫:৩১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় আরও ছয় জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বড়তাকিয়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে। ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন রেললাইনে উঠে পড়া মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তাদের বহনকারী মাইক্রোবাসটি মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা স্পটের দিকে যাচ্ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার হাসান চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘মাইক্রোবাসের ১১ যাত্রীর মৃত্যুর বিষয় আমরা নিশ্চিত হয়েছি। প্রাথমিকভাবে তথ্য পেয়েছি, রেলক্রসিংয়ে সিগন্যাল অমান্য করে মাইক্রোবাসটি রেললাইনে উঠে যায়। এরপর ট্রেন ধাক্কা দেয়। তবে আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন আছে।’

সারাবাংলা/আরডি/টিআর

ট্রেনের ধাক্কা নিহত বেড়ে ১১ মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর