কাবা শরিফের গিলাফ পরিবর্তন
আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২২ ১৩:২৬
৩০ জুলাই ২০২২ ১৩:২৬
ঢাকা: মুসলিমদের পবিত্র দুই মসজিদ—মক্কার মসজিদ আল-হারাম এবং মদিনার মসজিদে নববি পরিচালনা পর্ষদের ঘোষণা অনুযায়ী, আজ শনিবার মক্কায় কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হয়েছে। খবর আরব নিউজের।
এত দিন ঈদুল আজহার আগে হজের মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হতো। কিন্তু, এবার হজের সময়ে ঐতিহ্য বা রেওয়াজ অনুযায়ী ৯ জিলহজ তারিখে গিলাফ পরিবর্তন করা হয়নি।
আরব নিউজের খবরে বলা হয়েছে—এবার রেওয়াজের ব্যতিক্রম করা হচ্ছে, কারণ সৌদি আরব সরকার হিজরি সনকে গুরুত্ব দিয়ে গিলাফ পরিবর্তন করার কথা আগেই জানিয়েছিল।
হজের মূল আনুষ্ঠানিকতার দিনই হাজিদের উপস্থিতিতে গিলাফ পরিবর্তন করা ছিল দীর্ঘকালের রেওয়াজ। এবার গিলাফ পরিবর্তনের বেলায় ব্যতিক্রম সিদ্ধান্ত হলো।
সারাবাংলা/একে