Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধে হাইকোর্টে রিট

স্টাফ করেসপনডেন্ট
৩১ জুলাই ২০২২ ১৩:১০ | আপডেট: ৩১ জুলাই ২০২২ ১৫:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সরকারি আদেশ অমান্য করে সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব, দুদকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন জনস্বার্থে এ রিট দায়ের করেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপনের জন্য অনুমতি নেওয়া হয়েছে।

আইনজীবী সুমন আদালতে বলেন, সরকারি প্রজ্ঞাপন অমান্য করে একজন মন্ত্রীর পিএস বিদেশে গেছেন। এভাবে অনেক কর্মকর্তা সরকারি প্রজ্ঞাপন অমান্য করে বিদেশে যাচ্ছেন। পরে আদালত রিট আবেদনটি দায়েরের অনুমতি দেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১২ মে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধে পরিপত্র জারি করে সরকার।

পরিপত্রে বলা হয়েছে, করোনা–পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত এক্সপোজার ভিজিট, শিক্ষা সফর, এপিএ এবং ইনোভেশনের আওতামুক্ত ভ্রমণ ও ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণসহ সব ধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে। এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে। অবিলম্বে আদেশটি কার্যকর হবে।

সারাবাংলা/কেআইএফ/এএম

টপ নিউজ বিদেশ সফর সরকারি কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর