Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২১ সালে জাতীয় পার্টির আয় ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২২ ১৪:৪৪

ঢাকা: জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি ২০২১ সালে ব্যাংক জমাসহ মোট আয় করেছে ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা। এই সময়ে ব্যয় করেছে ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। বছর শেষে দলটির স্থীতির পরিমান ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা।

রোববার (৩১ জুলাই) জাপার অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া নির্বাচন কমিশন (ইসি ) সচিব হুমায়ূন কবীর খোন্দকারের কাছে গত একবছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন জমা দেন। যদিও দলটির আয় ও ব্যয়ের খাত প্রতিবেদনে উল্লেখ ছিল না।

বিজ্ঞাপন

একই দিন সকালে ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দেয় আওয়ামী লীগ। দলটির আয়-ব্যয়ের হিসাবে বলা হয়েছে, ২০২১ সালের ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। আয়ের বড় খাত মনোনয়নপত্র ও প্রাথমিক সদস্যফরম বিক্রি বলে জানায় দলটি।

সারাবাংলা/জিএস/এএম

জাতীয় পার্টি টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর