আ.লীগ সরকারের ‘নামঞ্জুর’ চান বিএনপি নেতারা
৩১ জুলাই ২০২২ ১৬:২৩
রাঙ্গামাটি: সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে ‘অব্যবস্থাপনা’র বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি জেলা বিএনপি। প্রতিবাদে বিএনপি নেতারা বলেন, তারা ক্ষমতায় আওয়ামী লীগ সরকারের ‘নামঞ্জুর’ চান।
রোববার (৩১ জুলাই) সকাল ১১টায় শহরের কাঁঠালতলী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানসহ জেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কুইক রেন্টাল বিদ্যুতের মাধ্যমে ১৫ বছরে সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। লুটপাটের মাধ্যমে দেশ আজ শ্রীলংকার চেয়ে খারাপের দিকে যাচ্ছে। আমরা এই লুটপাটের সরকারের পতন চাই।
এসময় সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বলেন, দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার ২০৪২ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চায়। আমরা আওয়ামী লীগ সরকারের ‘নামঞ্জুর’ চাই। আজ তারা উন্নয়নের কথা বলে বিদ্যুৎ খাতে লুটপাট চালাচ্ছে।
এদিকে, জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে দলীয় নেতাকর্মীরা জেলা শহরে মিছিল নিয়ে বের হন। বিক্ষোভ মিছিলটি শহরের বনরূপা ঘুরে ফের বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সারাবাংলা/টিআর