Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে বিএনপির সমাবেশে হামলা, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২২ ১৬:৫৯

ঝালকাঠি: সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে ‘অব্যবস্থাপনা’র প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সেই সমাবেশে আওয়ামী লীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। হামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।

রোববার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা হামলা চালায়নি। বিএনপি নেতারা উশৃঙ্খল বক্তব্য দেওয়ায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে মাত্র।

বিজ্ঞাপন

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করেন, সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ আহ্বান করা হয়েছিল। বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া উপস্থিত হন। তাকে নিয়ে জেলা বিএনপির নেতারা আইনজীবী সমিতির সামনে দিয়ে দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ বাঁধা দেয়। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

বিএনপি নেতারা বলছেন, হামলায় ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. এজাজ হাসান, জেলা যুবদলের আহ্বায়ক মো. সামিম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মো. বাচ্চু হাসান খান, বিএনপি নেতা মো. তরিকুল ইসলাম লিমন, ঝালকাঠি পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লব হোসেন মাসুম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম আজম সোহান, মগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন সরদার মঈনসহ ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, আমার উপস্থিতিতে তারা আঘাত হেনেছে। আমাদের ছেলেদের ওপর হামলা হালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলায় অনেকে আহত হয়েছে। কোনো ভদ্র ঘরের লোক এভাবে হামলা করতে পারে না। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তবে আওয়ামী লীগের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার বলেন, নাগরিক সমাজের উদ্যোগে একটি সমাবেশ চলাকালে বিএনপির নেতাকর্মীরা উশৃঙ্খল বক্তব্য দেওয়ায় তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়। তবে কারও ওপর হামলা করা হয়নি।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটলে পুলিশ মাঝ খানে থেকে উভয় পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সারাবাংলা/টিআর

বিএনপির সমাবেশে হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর