Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত


২৩ এপ্রিল ২০১৮ ১২:৩৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

যুক্তরাজ্যের টেনেসিস রাজ্যের ন্যাশভিলে ওয়াফেল হাউস নামের একটি রেস্তোরাঁ এক নগ্ন বন্দুকধারীর অতর্কিত হামলায় চার জন নিহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় ৩টা ২৫ মিনিটে একজন বন্ধুকধারী হঠাৎকরে এন্টিওক উপশহরের ওয়াফেল হাউস রেস্টুরেন্টটিতে প্রবেশ করে এলাপাথাড়ি গুলি ছুড়তে শুরু থাকে। এ ঘটনায় চারজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।

তবে ওই রেস্টুরেন্টে থাকা এক ব্যক্তি এসে বন্দুকধারীকে জাপটে ধরলে হামলাকারী সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।

ইলিনয়স রাজ্যের ২৯ বছর বয়সী ট্রাভিস রেইনকিং নামের এক ব্যক্তিকে এ হামলার সঙ্গে জড়িত বলে চিহ্নিত করেছে পুলিশ।

ওয়াফেল হাউস রেস্টুরেন্ট

হামলার পর ঘটনাস্থলেই তিন জন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।

পুলিশ জানিয়েছেন, হামলাকারী পালিয়ে যাওয়ার সময় তার পরনে শুধু ট্রাউজার্স দেখা গেছে, সে সময় তার গায়ে কোনো শার্ট ছিলো না।

এই বন্দুকটি ব্যবহার করে হামলা করে।

এ ছাড়া পুলিশ আরও জানায়, ঠিক একই ধরণের অস্ত্র ব্যবহার করেই লাসভেগাস ও ফ্লোরিডাতে হামলা করা হয়েছিল।

সারাবাংলা/এমআই 

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর