Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল সেবা গ্রহণে রবিকে বেছে নিল তিতাস গ্যাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২২ ২০:২০

ঢাকা: টেলিযোগাযোগ এবং ডিজিটাল সংযোগ পেতে রবিকে বেছে নিলো তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। রোববার (৩১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি।

রাজধানীতে অবস্থিত তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার (সিইবিও) আদিল হোসেন নোবেল এবং তিতাস গ্যাসের কোম্পানি সেক্রেটারি মো. ইয়াকুব খান সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

চুক্তির আওতায় রবি’র করপোরেট সংযোগ, ডাটা, এসএমএস বান্ডেলসহ অন্যান্য ডিজিটাল সল্যুশন সেবা গ্রহণ করবে তিতাস গ্যাস।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিতাস গ্যাস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মো. হারুনুর রশিদ মোল্লা, জেনারেল সার্ভিসেস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মো. আব্দুর রহিম, ইঞ্জিনিয়ারিং সার্ভেসেস ডিভিশনের মহাব্যবস্থাপক মো. ফয়জুল বারী, কমন সার্ভিস ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা আতিয়া বিলকিস, রবি’র গভার্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস’র জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল ইউসুফ এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার খান নওরোজ সুলতানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

ডিজিটাল সেবা তিতাস গ্যাস রবি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর