Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল, সম্পাদক শামীম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২২ ২৩:৫৩

রংপুর: পোমেল বড়ুয়াকে সভাপতি ও মাহফুজার রহমান শামীমকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৩০ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় পর্ষদ।

রোববার (৩১ জানুয়ারি) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পোমেল বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এবং মাহফুজার রহমান শামীম রসায়ন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

কমিটিতে ১৪ জনকে সহ-সভাপতি, ছয় জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচ জনকে সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে। এছাড়া তিন জনকে কেন্দ্রীয় কমিটি সদস্য করা হয়েছে।

এর আগে, ২২ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তুষার-নোবেল কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

সারাবাংলা/পিটিএম

ছাত্রলীগ বেরোবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর