Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের মানুষ কখনো আ. লীগের দমননীতিকে ভয় করবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২২ ১৩:৩৯ | আপডেট: ১ আগস্ট ২০২২ ১৫:৩৬

ঢাকা: দেশের মানুষ কখনো আওয়ামী লীগের দমননীতিকে ভয় করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর।

সোমবার (১ আগস্ট) দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক গায়েবানা জানাজায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের নিহত হওয়ার ঘটনায় এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পুলিশের গুলিতে ভোলায় আমার গণতন্ত্রকামী ভাইয়ের রক্ত ঝরেছে। বিনা উসকানিতে, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলিবর্ষণ করেছে এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের ‘ভাই’ আব্দুল রহিমকে হত্যা কারেছে।

বিজ্ঞাপন

‘শুধু আব্দুর রহিম নয়, সেই সঙ্গে আহত হয়েছে আমাদের ভোলা ছাত্রদলের সভাপতি, আমাদের কেন্দ্রীয় নেতা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেনসহ ১০০ জনের বেশি নেতাকর্মীকে গুলিবর্ষণ করে আহত করা হয়েছে’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘একটা শান্তিপূর্ণ কর্মসুচি, বিদ্যুতের দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ, সেই সমাবেশে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার পুলিশ দিয়ে গুলি করে জানান দিয়ে দিয়েছে, তারা গুলি চালিয়ে এই আন্দোলনেকে দমন করতে চায়। কিন্তু ভোলায় রহিম ভাইয়ের রক্তের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, এই দেশের মানুষ কখনও এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দমননীতিকে ভয় করবে না। তারা জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও দেশকে রক্ষা করবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আব্দুর রহিমের রক্ত বৃথা যেতে দিতে পারি না। এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। তার এই রক্ত দেওয়া, তার এই আত্মত্যাগক বুকে ধারণ করে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে।’

জানাজায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, এবিএম মোশারফ হোসেন, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, জাগপার খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসএসএ

বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর