Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার ঢাকায় বিএনপির বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২২ ১৫:৪৭ | আপডেট: ১ আগস্ট ২০২২ ১৭:৫৫

ঢাকা: ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় ঢাকায় সমাবেশ করবে বিএনপি।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করবে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়- সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান। বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং কেন্দ্রীয় বিএনপির নেতারা। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

বিজ্ঞাপন

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এজেড/এএম

বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর