Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেল গেট পাহারার দায়িত্ব আমাদের নয়: রেলমন্ত্রী

গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২২ ১৬:৩৬

গোপালগঞ্জ থেকে: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেল লাইন এলাকা দিয়ে যারা রাস্তা করেছেন ওই এলাকার রেল গেট পাহারা দেওয়ার দায়িত্ব তাদের। নিরাপদ সড়ক নিশ্চিত করবেন আপনি। আপনার পৌরসভার রাস্তা আমার রেললাইনকে ক্রস করছে, আপনার লোকজন সেই রাস্তা সেই রাস্তা দিয়ে পার হবে এর দায়িত্ব আপনার। আমার নয়।’

সোমবার (১ আগস্ট) রেলওয়ে কর্তৃপক্ষে একটি ব্রডগেজ এবং একটি মিটার গেজ কোচ নিয়ে তৈরি করা বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

রেলমন্ত্রী বলেন, ‘আমার দায়িত্ব হলো রেল চলার সময় কাউকে ধাক্কা না দেওয়া। আপনার নিরাপত্তার জন্য রেল গেট পাহারার দায়িত্ব তো আমাকে দেওয়া যাবে না। বরং আপনাকেও দায়িত্ব নিতে হবে। আমরা যদি যৌথভাবে কাজ করি বিভিন্ন সড়কে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারব। কোনো দুর্ঘটনা যেন না হয়ে সে উপায় আমাদের খুঁজে বের করতে হবে।’

নুরুল ইসলাম সুজন বলেন, কেউ যদি রেল লাইনের মধ্যে এসে দুর্ঘটনার শিকার হন তার দায়িত্ব রেল কর্তৃপক্ষের নয়। রেল কাউকে ধাক্কা দেয় না বরং রেলকেই ধাক্কা দেওয়া হয়।

রেলমন্ত্রী বলেন, ‘আমরা আড়াই থেকে তিন হাজার কিলোমিটার রেল লাইন তৈরি করছি। যেখানে রাস্তা আছে সেখানেই ব্রিজ করা আছে। তারপরেও যদি নতুন করে সড়ক সেই রেললাইন অতিক্রম করে ফলে ব্যারিয়ার দেই, গেট দেই, এ গেটটা দেওয়া হয় যেন রেলের কোনো ক্ষতি না হয়। রেল যেন ঠিকভাবে চলতে পারে, বাইরে থেকে কোনো কিছু যেন রেলের ক্ষতি করতে না পারে। কিন্তু কেউ এসে রেলগেটের কিংবা আপনি আমি যদি রেল লাইনের মধ্যে এসে দুর্ঘটনার শিকার হন তার দায়িত্ব রেল কর্তৃপক্ষের নয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যখন রেল চলাচল করে তখন ১৪৪ দ্বারা জারি করা থাকে। তাই রেল লাইনে কারও আসা যাওয়ার সুযোগ নেই। কেউ এসে রেলের সঙ্গে ধাক্কা খাবে তার দোষ দেবেন আমাদের এটা তো যুক্তিসঙ্গত নয়। আরেকজন এসে আমাকে ধাক্কা দিয়ে রেল যোগাযোগে ব্যাঘাত করাচ্ছেন। যে ধাক্কা দিচ্ছে তার দোষ নেই, আমার গাড়ি বড় তাই সব দোষ আমার। এটা হলো জেনারেল পারসেপশন। আপনারা একটু যুক্তি দিয়ে চিন্তা করলে সঠিক উত্তর পেয়ে যাবেন।

মন্ত্রী বলেন, ‘রেল তার নিজস্ব লাইনে চলে। আমি কাউকে ধাক্কা দিতে পারি না। অন্য যানবাহন এসে আমাকে ধাক্কা দেয়। আরেকজন এসে তার ক্ষতি হবে আর তার দায়িত্ব আমাকে নিতে হবে। এই জায়গাটাতে আমাদের একটু সচেতনতা প্রয়োজন রয়েছে। আমাদের কোনো মৃত্যু নিশ্চয়ই কাম্য নয়। কোনো দুর্ঘটনাই আমাদের কাম্য নয়। রেলের দুর্ঘটনা সেটিই- রেল যদি লাইনচ্যুত হয়। রেল যদি নিজের পথ ছেড়ে কারও বাড়িতে ঢুকে যায় সেটি হলো রেল দুর্ঘটনা। এ বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে।’

সারাবাংলা/জিএস/একে

পাহারা রেল গেট রেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর